• Home  / 
  • বিশ্ব  / 

সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানঃ কে এই প্রিন্স আলওয়ালিদ

নভেম্বর ৫, ২০১৭
Spread the love

অনলাইন ডেস্ক

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক রাজপুত্র ও মন্ত্রীদের মধ্যে ইতিমধ্যে দুজনের নাম জানা গেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি হলো প্রিন্স আলওয়ালিদ বিন তালাল।

বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নবগঠিত দুর্নীতিবিরোধী কমিটি শনিবার সৌদি আরবের ‘কিংডম হোল্ডিং ৪২৮০.এসই’-এর মালিক বিখ্যাত ব্যবসায়ী ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল ও দেশটির প্রাক্তন অর্থমন্ত্রী ইব্রাহিম আল আসাফকে আটক করে।

যোগাযোগ করা হলেও সরকার বা কিংডম হোল্ডিং-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্স বিন তালালের বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং বিখ্যাত ‘সিটি গ্রুপ সিএন’, মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের নিউজ করপোরেশন (এনডব্লিউএসএও) এবং সামাজিক যোগাযোগের মাইক্রোব্লগিং সাইট  টুইটারের মালিকানার বড় ধরনের অংশীদার। 

সৌদির বাদশাহ সালমান শনিবার এক ফরমানের মাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের কথা জানান। সৌদি আরবের টেলিভিশন আল আরাবিয়া বলেছে, দুর্নীতিবিরোধী কমিটি ১১ রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং ১০ জন প্রাক্তন মন্ত্রীকে আটক করছে। তবে এর আগে ১২ জন প্রাক্তন মন্ত্রীর কথা বলা হয়েছিল।

তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক খাতে ব্যাপক সংস্কার করার একটি পরিকল্পনা গত বছর প্রকাশ করেছিলেন যুবরাজ মোহাম্মদ। বৈদেশিক বিনিয়োগ ও বেসরকারি খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে তথা দেশের অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিচ্ছেন সৌদি যুবরাজ।

এ ছাড়া শনিবার সৌদির বাদশাহ দুজন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন। জাতীয় রক্ষীবাহিনীর প্রধানের পদ থেকে প্রিন্স মিতেব বিন আবদুল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় খালেদ বিন আইয়াফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আদেল আল ফাকিহকে অব্যাহতি দিয়ে ওই মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোহাম্মদ আল তোইজরিকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপরিচালিত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহর ছেলে রাজপুত্র মিতেব। এক সময় মনে করা হতো তিনি ভবিষ্যতে সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী হবেন। বর্তমান সৌদি সরকারের শীর্ষ পর্যায়ে রাজপুত্র মিতেব ছিলেন বাদশা আবদুল্লাহর সরাসরি উত্তরাধিকার হিসেবে সবশেষ ব্যক্তি।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন