সোমালিয়ার রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ১৭

জুন ১৫, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলা চালানোর পর  কমপক্ষে ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর দায় স্বীকার করেছে ইসলামপন্থি জঙ্গি সংগঠন আল শাবাব। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মোগাদিসুর পিজা হাউজের পুরো এলাকাটিতে জঙ্গিরা ২০ জনকে জিম্মি করে এবং পরে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে দুই জঙ্গি সহ মোট ১৯ জন লোক নিহত হয়।

এরআগে সন্ত্রাসীরা সেখানকার পশ হোটেলে আত্মঘাতী হামলা চালায়। পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেছেন, এ হামলা চালানো পর জঙ্গিরা ওই পিজা হাউজেই অবস্থান করছে। সেখানে তারা জিম্মি করে রেখেছে ২০ জনকে। এসব জিম্মি জীবিত না মৃত তা জানা যাচ্ছে না।

পুলিশ বলেছে, সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে। এর বেশির ভাগই নারী। নিহতরা ওই পশ হোটেলের স্টাফ। নিরাপত্তা কর্মীরা বলছেন, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ওই হোটেলের প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। এরপরই তারা এর রেস্তোরাঁয় হামলা চালায়। পিজা হাউজের সামনে সন্দেহজনক একটি গাড়িতে বোমা রাখা হয়েছে। ফলে নিরাপত্তা রক্ষীরা এর ভিতরে প্রবেশ করতে বেগ পাচ্ছে।

অন্য কর্মকর্তারা বলেছেন, হোটেলের বাকিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এর সামরিক মুখপাত্র আবদিআসিস আবু মুসাব বলেছেন, গাড়িবোমা সহ একজন মুজাহিদ নিজেকে শহীদ করেছে। এর আগে সে পশ হোটেলে হামলা চালায়।