সেনা প্রধানের পদ ছাড়ছেন রাহিল, স্বস্তিতে নওয়াজ

নভেম্বর ২২, ২০১৬
Spread the love

আয়না২৪ আন্তর্জাতিক ডেস্ক

চলতি নভেম্বর মাসেই সেনাপ্রধানের পদ থেকে সরে যাচ্ছেন রাহিল শরিফ।আর এতে স্বস্তিতে আছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এজন্য গতকাল সোমবার থেকে   বিদায়ী সফরে বেরিয়েছেন পাক এই সেনা প্রধান। ২৯ নভেম্বর এই পদে মেয়াদ ফুরানোর কথা ছিল রাহিলের। কিন্তু পাকিস্তানের প্রশাসকদের একটা বড় অংশের আশঙ্কা ছিল, পারভেজ মোশারফের মতো নওয়াজকে হটিয়ে দেশের শাসনভার হাতে নেবেন রাহিল।  কারন পাকিস্তানে তুমুল জনপ্রিয় এই জেনারেল । এই বিষয়টিই নওয়াজ ঘনিষ্ঠদের আশঙ্কা আরও বাড়িয়েছিল।

তবে সেসব জল্পনা-কল্পনার মুখে চাই  ঢেলে পাক সেনার মুখপাত্র আসিম বাজওয়া জানালেন, সোমবার লাহোর থেকে নিজের বিদায়ী সফর শুরু করেছেন রাহিল। তাঁর জায়গায় এই পদে কে বসবেন, তা এখনো জানাননি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেনা  প্রধানের এই পদের জন্য তিন থেকে ৪ চার জনের নাম সুপারিশ করা হয়।

এরমধ্য দিয়ে এক জনের নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। এই পদে বসার জন্য লেফটেনান্ট জেনারেল জাভেদ ইকবাল রামদে, লেফটেনান্ট জেনারেল জুবের হায়াৎ, লেফটেনান্ট জেনারেল ইশফাক নাদিম আহমেদ, লেফটেনান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার নাম উঠে এসেছে।