• Home  / 
  • বিশ্ব  / 

সিরিয়ায় বিমান হামলায় লাদেনের ঘনিষ্ঠ সহযোগীসহ নিহত ১১

ফেব্রুয়ারি ৯, ২০১৭
Spread the love
আয়না ২৪ ডেস্ক 
চলতি মাসে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আবু হানি আল মাসরিওসহ ১১ জন নিহত হয়েছে। গতকাল বুধবার পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এ কথা জানিয়েছেন।
 
জেফ ডেভিস এক বিবৃতিতে জানান, গত ৩ ফেব্রুয়ারি চালানো একটি বিমান হামলায় ১০ জঙ্গি নিহত হয়। বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত একটি ভবনে চালানো হামলায় এরা সবাই নিহত হন। ৪ ফেব্রুয়ারি চালানো আরেকটি বিমান হামলায় আল মাসরি নিহত হন।
 
সিরিয়ার ইদলিবের কাছে এসব বিমান হামলা চালানো হয়।
 
আল মাসরি ১৯৮০ ও ১৯৯০-এর দশকে আফগানিস্তানে আল কায়েদার প্রশিক্ষণ শিবির স্থাপন করে সেগুলো পরিচালনা করতেন এবং হাজার হাজার জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছিলেন। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর আল কায়েদার দায়িত্ব নেয়া আয়মান আল জাওয়াহিরির সঙ্গেও আল মাসরির ঘনিষ্ঠ মিত্রতা ছিল।
 
ডেভিস বলেন, এই আঘাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের স্বার্থে আল কায়েদার হামলা করার ক্ষমতা বিপর্যস্ত হবে।
 
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে প্রথম সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ইয়েমেনে আল কায়েদার বিরুদ্ধে চালানো ওই অভিযানে ১৬ বেসামরিকসহ যুক্তরাষ্ট্রের নেভি সিল বাহিনীর এক সেনা নিহত হন।