আয়না২৪ ডেস্ক
বাংলাদেশসহ প্রতিবেশী আরো সাতটি দেশকে বিনামূল্যে যোগাযোগ উপগ্রহ উপহার দিতে আজ শুক্রবার বিকেল পাঁচটা ৩ মিনিটে ভারতের চেন্নাই থেকে ১০০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ হলো জিস্যাট-৯ দক্ষিণ এশিয়া নামে এই উপগ্রহ। সার্ক সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়িয়ে সার্বিক উন্নয়নের স্বার্থে এই উপগ্রহ উৎক্ষেপণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘সাউথ এশিয়ান স্যাটেলাইট’ নামে এই উপগ্রহটি জিও-সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি-৯) নামের একটি রকেটের মাধ্যমে মহাকাশে প্রেরণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর এই কৃত্রিম উপগ্রহটির মাধ্যমে আগামী ১২ বছর ফ্রি যোগাযোগ সেবা পাবে দক্ষিণ এশিয়ার ৭ টি দেশ।
উপগ্রহটি সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমরা একই পরিবারের সদস্য। এই উপমহাদেশের শান্তি, সমৃদ্ধি, প্রগতি ও সমগ্র মানবতার স্বার্থে আমরা এক হয়েছি। ভিডিও কনফারেন্সিং মারফত সাত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা এই অনুষ্ঠানে যোগ দেন। মোদি সকলকে স্বাগত জানান।
দক্ষিণ এশিয়ায় ভারতের এই ধরনের কূটনৈতিক পদক্ষেপকে বিরল হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘সাউথ এশিয়ান স্যাটেলাইট’কে মহাকাশে পাঠানোর সঙ্গে সঙ্গেই আরও একটি ইতিহাস গড়ে ফেলবে ভারত। এর আগে একই সঙ্গে ১০৪টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে নজির গড়েছে ইসরো।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালেই ইসরোর বিজ্ঞানীদের সামনে প্রস্তাব রেখেছিলেন— প্রতিবেশী দেশগুলিরও উপকারে আসবে এমন কর্মসূচী নিক তারা। মোদীর মতে, দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র দূর করার মূল অস্ত্র হল শিক্ষার প্রসার। আর শিক্ষার দ্রুত প্রসার ঘটাতে ইন্টারনেট পরিষেবাই সবচেয়ে কার্যকরী হবে বলে তিনি মনে করেন। ইন্টারনেটকে দক্ষিণ এশিয়ার ঘরে ঘরে পৌঁছে দিতেই মহাকাশে সার্ক দেশগুলির জন্য একটি উপগ্রহ পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন মোদী। ইসরোর বিজ্ঞানীদের ওই প্রস্তাব দেওয়ার পর ২০১৪-্এর শেষের দিকে সার্কের বৈঠকেও মোদী একই প্রস্তাব দেন। সার্ক-ভুক্ত সব দেশ ভারতের প্রস্তাবে প্রথমে রাজি হয়েছিল। কিন্তু ২০১৫ সালে পাকিস্তান জানিয়ে দেয়, ভারতের পাঠানো উপগ্রহের সহায়তা তাদের দরকার নেই। কারণ, তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচি রয়েছে।
বাংলাদেশসহ সাত দেশকে বিনামূল্যে যোগাযোগ উপগ্রহ দিচ্ছে ভারত