লন্ডনে দুই বাংলাদেশি তরুণের ওপর এসিড হামলা

জুলাই ২৭, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

মঙ্গলবার সন্ধায় লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণের ওপর এসিড হামলা হয়েছে। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের কাছে রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায়।

এসিড হামলার শিকার দুই তরুণের একজনের পরিচয় পাওয়া গেছে। হামলার শিকার দুই যুবকের পৈত্রিক নিবাস সিলেটে। একজনের নাম শওকত হুসেইন (২৪)। অন্য জনের পরিচয় জানা যায়নি। তাদের দু’জনকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ঘটনার সময় এসিড হামলা হওয়ার পর তারা দ্রুত পাশের একটি দোকানে আশ্রয়ের জন্য ছুটে যান। সেখানে আক্রান্ত স্থানে পানি ঢালার পর তাদের হাসপাতালে পাঠানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ কর্মকর্তারা ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। যুবকদের ওপর তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছিল।

তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে।’

সাম্প্রতিক সময়ে লন্ডনে একের পর এক এসিড হামলা নিয়ে আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটল। গত দুই সপ্তাহের মধ্যে লন্ডনে এসিড জাতীয় পদার্থ দিয়ে এটি তৃতীয় হামলা। গত ১৩ জুলাই রাতে উত্তর-পূর্ব লন্ডনে মাত্র ৯০ মিনিটের মধ্যে পাঁচ জায়গায় পাঁচজনের ওপর এসিড হামলা হয়। তার আগে এপ্রিলে পূর্ব লন্ডনে একটি ক্লাবে এসিড হামলায় আহত হন ২০ জন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে, আগের বছরের তুলনায় ২০১৬ সালে যুক্তরাজ্যের রাজধানীতে এসিড হামলা প্রায় দ্বিগুণ হয়েছে। বেথনাল গ্রিন ও বো এলাকার এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনালা আলী মঙ্গলবারের এই হামলাকে অগ্রণযোগ্য বলেছেন। এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।