আয়না২৪ প্রতিবেদন
কেবল ঝানু কূটনীতিক দিয়ে কাজ হবে না ভেবেই বিখ্যাত অ্যাকশন ছবি তাই ‘র্যাম্বো’-র নায়কের শরণাপন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প র্যাম্বো-র নায়ক সিলভেস্টার স্ট্যালোনকে নিজের সরকারের সংস্কৃতি দপ্তরের কোনও গুরুত্বপূর্ণ পদে দেখতে চান । এমনটাই দাবি করেছেন, তাঁর ঘনিষ্ঠরা।
মনে করা হচ্ছে, স্ট্যালোন সম্ভবত এই প্রস্তাব ফেরাবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ দুটো। প্রথমত স্ট্যালোন এবং ট্রাম্পের বন্ধুত্বের বয়স দু’দশকেরও বেশি। দ্বিতীয়ত বলিউড তারকা নিজেই সতীর্থ আর্নল্ড সোয়ার্ৎজিনেগারের দেখানো পথে হেঁটে অভিনয় থেকে রাজনীতির জগতে পা রাখার ব্যাপারে উৎসাহ দেখিয়েছিলেন। বিষয়টা নিয়ে যে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন, সেটাও মেনে নিয়েছেন স্ট্যালোন। যদিও স্ত্রীর সম্মতি মেলেনি। এখন স্ত্রীর আপত্তি নাকি পুরনো বন্ধু ট্রাম্পের অনুরোধ— কোনটাকে স্ট্যালোন গুরুত্ব দেবেন, সেটাই এবার দেখার বিষয়।