• Home  / 
  • বিশ্ব  / 

রোজভ্যালি বিতর্কে এবার তাপস পালের পর গ্রেপ্তার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

জানুয়ারি ৪, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

তাপস পালের  গ্রেপ্তারের চারদিন পর  রোজভ্যালি বিতর্কে গ্রেপ্তার করা হল তৃণমূলের আরেক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷  একই ঘটনায় সাংসদ তাপস পালকে গ্রেপ্তার করা হয়  চারদিন   আগে।   তৃণমূল সাংসদের থেকে একাধিক প্রশ্নের উত্তর পাননি সিবিআইয়ের তদন্ত দলের  সদস্যরা৷  জিজ্ঞাসাবাদে  তাপস পালের কথায় অসঙ্গতির কারণেই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

 সূত্র মতে, সুদীপের বিরুদ্ধে সিবিআইয়ের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য৷ রোজভ্যালি কর্মকর্তা গৌতম কুণ্ডুই জিজ্ঞাসাবাদে  প্রথম তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছিলেন৷ তার ভিত্তিতে ডিএলএফ বিল্ডিংয়ে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা৷ সেখান থেকে উদ্ধার করা হয়েছিল রোজভ্যালি সংক্রান্ত একাধিক নথিপত্র৷ যাতে উল্লেখ ছিল সুদীপের নামও৷ হাতে এসেছিল কম্পিউটারের হার্ড ডিস্ক৷ বিগত ছয়মাস ধরে সেসব তথ্য খতিয়ে দেখে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারেন, রোজভ্যালির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগ ছিল  এই  রাজ্যসভার সাংসদের৷ জানা যায়, সস্ত্রীক ইউরোপ ভ্রমণের খরচ দিয়েছিল রোজভ্যালি৷