অনলাইন ডেস্ক
রাশিয়ার আসছে নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশ নিতে ৩০ জন স্বতন্ত্র প্রার্থী নিবন্ধিত হয়েছেন। এছাড়া ২১টি রাজনৈতিক দলও নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য নিবন্ধন করেছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার এমন তথ্য গণমাধ্যমকে দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ইয়েল্লা তামফিলোভা বলেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে ছয়টি দল তাদের প্রার্থীর নিবন্ধন করিয়েছে এবং এদের মধ্যে পাঁচটি দল বিশেষ নির্বাচনী হিসাব চালু করেছে।
খবরে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ভ্লাদিমির ঝিরিনোভস্কি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করতে আবেদন করেছেন।
১৮ ডিসেম্বর থেকে রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনের কাছে ২১টি রাজনৈতিক দল ও ৩০ জন স্বতন্ত্র প্রার্থী নিবন্ধন হয়েছে।১৮ ডিসেম্বর থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হয়। দলগলোর মনোনীত প্রার্থীদের ১২ জানুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। তবে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের এই সময়সীমা ৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে কমিশন।
আগামী ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।