• Home  / 
  • বিশ্ব  / 

ম্যানিলার হোটেলের ক্যাসিনোয় আত্মঘাতী বন্দুকধারীর হামলা, নিহত ৩৬

Spread the love

আয়না২৪ ডেস্ক

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার একটি  হোটেল ও  ক্যাসিনোয় অজ্ঞাত  বন্দুকধারীর হামলায় অন্তত  ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে অন্তত  ৫৪ জন। ম্যানিলা পুলিশ এমন তথ্য দিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা হয়।

ম্যানিলার ওই হোটেলে ঢুকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায় হোটেলটির ক্যাসিনোর মূল কক্ষে।  এসময় হামলাকারী ক্যাসিনোর এলসিডি টিভি স্ক্রিনেও গুলি চালায়  এবং ক্যাসিনোর গেমিং টেবিলে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর ওই হোটেলটির ৫১০ নম্বর কক্ষে ঢুকে নিজের গায়েও গ্যাসোলিন ঢেলে আত্মঘাতী হয় বন্দুকধারী।

আজ  শুক্রবার সকালে আত্মঘাতী সেই বন্দুকধারীর  মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, বন্দুকধালীর গুলিতে নয়, গ্যাসোলিনের বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং পালাতে গিয়েই হতাহত হয়েছেন সবাই।

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই  হামলার দায় স্বীকার করেছে।

ম্যানিলা পুলিশের মুখ্য ডিজি রোনাল্ড ডেলা রোসা বলেন,  ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে লম্বা, ফরসা বন্দুকধারী ইংরেজিতে কথা বলছিল। আততায়ী এই ব্যক্তি ককেশিয়ান বলে অনুমান করছে দেশটির পুলিশ।