মাইকেল মুরের মতো রাজনৈতিক ঐতিহাসিক অ্যালান লিখম্যান ও ডোনাল্ড ট্রাম্পের জয়ের পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু তিনি সাথে এটারও পূর্বাভাস দিয়েছেন সদ্য নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট অভিশংসনের মুখোমুখি হবেন।
ওয়াশিংটন পোস্টকে লিখম্যান গত সেপ্টেম্বর বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানরা প্রেসিডেন্ট হিসেবে চায় না। কারণ তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে কখন কী করে বসে এটা বলা যায় না। তার বিভিন্ন কর্মকাণ্ড তাকে অভিশংসন করার জায়গায় নিয়ে যেতে পারে।’
নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার দেড় সপ্তাহ পরেও দেশটিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সমাবেশ চলছে। সূত্র : হাফিংটন পোস্ট।