আয়না২৪ ডেস্ক
মেক্সিকোর হিদালগো রাজ্যে শিশুদের একটি পার্টিতে মুখোশধারীরা হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে। কতৃর্পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, পুলিশ জরুরি ফোন পেয়ে ঘটনাস্থল তিজাউকা শহরে গিয়ে নৃশংস এই দৃশ্য দেখেন।
প্রতিবেশিরা জানান, বাড়ির বাইরে তাবু টানিয়ে পরিবারের এক শিশুর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। এ সময় হঠাৎ চারজন মুখোশধারী এসে হামলা চালায়। তারা সাতজন নারী, দু’জন পুরুষ ও দুটি শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এই বাড়ির মালিক এই ধরণের কাজের সাথে জড়িত বলে জানিয়েছে কর্মকর্তারা। মেক্সিকোতে এই ধরণের সহিংস ঘটনা দিন দিন বেড়েই চলছে।
উল্লেখ্য, মেক্সিকোতে সম্প্রতি মাদক চোরাচালান ও সরবরাহকারী মাফিয়া দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে ২১৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাম্প্রতিক এক প্রবণতা লক্ষ্য করা গেছে, শিশুদেরসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করা।