আয়না২৪ ডেস্ক
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক কারাগারে কয়েদিদের দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি প্রাণ হারিয়েছেন। বিবিসির খবর থেকে ওই কারা-সংঘর্ষের খবর জানা গেছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।
আকাপুলকো শহরের লাস ক্রুসেস কারাগারের সংঘর্ষে এইসব প্রাণহানি হয়। সেই কারাগারের সবচেয়ে সুরক্ষিত অংশে বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই সংঘর্ষ শুরু হয়। ছুরি মেরে, পিটিয়ে এবং শিরশ্ছেদ করে কয়েদিদের হত্যা করা হয় এসব কয়েদিদের।
গুয়েরে রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি, যেখানে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উৎপাদিত হয়। সেখানকার নিরাপত্তা মুখপাত্র জানান, কারাগারের যে অংশে সংঘর্ষ হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা এমনকি রান্নাঘর থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
ওই নিরাপত্তা মুখপাত্র জানান, ‘এলাকার প্রতিদ্বন্দ্বী দুই দলের সদস্যদের মধ্যে স্থায়ী শত্রুতার জেরে কারবন্দি ওই দুই দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।’ কারাগারটিতে দুই হাজারের বেশি কয়েদি রয়েছেন।