আয়না২৪ ডেস্ক
বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের করায় ভারতের ২০ হাজার বেসরকারি উন্নয়ন সংস্থার সনদ বাতিল করেছে সে দেশের সরকার। এই সংস্থাগুলোর বিরুদ্ধে বিদেশ থেকে আর্থিক সাহায্য নেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে।
গতকাল মঙ্গলবার ভারদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিদেশ সংক্রান্ত বিভাগের কর্মকর্তাদের এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানা গেছে। এর ফলে ভারতে এখন বৈধ বেসরকারি উন্নয়ন সংস্থার সংখ্যা দাঁড়াল মাত্র ১৩ হাজার। এর মধ্যে তিন হাজার সংস্থা নতুন করে লাইসেন্স নবীকরণের জন্য আবেদন করেছে। পাশাপাশি দুই হাজার নতুন স্বেচ্ছাসেবী সংগঠন লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
গত এক বছর ধরে প্রত্যেকটি সংগঠনের আর্থিক লেনদেনের ব্যাপারটি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছিল। সেই কাজ এখনও চলছে। এর আগে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের দায়ে জাকির নায়েকের সংস্থার লাইসেন্সও বাতিল করে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।