আয়না২৪ ডেস্ক
বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেল্লিন বিমানবন্দরে যাচ্ছিল একটি বিমান। গন্তব্যে পৌঁছনোর আগেই কলম্বিয়ার কেররো গোরডোর লা ইউনিয়ন মিউনিসিপ্যালিটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। ভারতীয় সময় সকালে এবং কলম্বিয়ার সময়ে রাত সোয়া দশটা নাগাদ এই ঘটনা ঘটে। বিমানটিতে ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দলের খেলোয়াড়রাও ছিলেন। ২২ জনের এই দলে ছিলেন ক্লাব-কর্মকর্তা, কোচ এবং ফুটবলার। ক্যাপিকোয়েন্স নামে ফুটবল ক্লাবের এই খেলোয়াড়েরা দক্ষিণ ব্রাজিল থেকে কলম্বিয়া যাচ্ছিলেন একটি আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিতে ।
বুধবার কলম্বিয়ার মেডেল্লিনে অ্যাটলেটিকো নাসিওনাল স্টেডিয়ামে কোপা সুদামেরিকা কাপের ফাইনালে নামার কথা ছিল ফুটবল দলটির। মেডিল্লিন বিমান বন্দর ব্রাজিলের এই ফুটবল দলটির বিমানের দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত যা খবর তাতে ৭৫ জনের মৃত্যু হয়েছে। কয়েক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিমানটিতে সব মিলিয়ে ৮১ জনেরও বেশি যাত্রী ছিলেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় কিছু অসুবিধার মধ্যে পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে। বিমানে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
https://www.youtube.com/watch?v=kPEXoTPTmuU