আয়না২৪ ডেস্ক
বেশ কয়েকদিন আগেই কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী হুমকি দিয়ে বলেছিলেন, তাঁর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি সংসদের ভেতরেই এই অভিযোগের সমর্থনে তথ্য-প্রমাণ পেশ করবেন । কিন্তু সংসদ অচল থাকায় রাহুল তাঁর বক্তব্য রাখতে পারেন নি। তিনি বলেছিলেন, তিনি পর্দা ফাঁস করলে ভূমিকম্প হবে।
বুধবার তিনি সেই ‘ভূমিকম্প’ঘটালেন। মোদীর রাজ্য গুজরাট থেকেই রাহুল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। রাহুলের অভিযোগ, ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী সাহারার ডায়েরি থেকে জানা গিয়েছে, ৬ মাসে ৯ বার নরেন্দ্র মোদী এই শিল্প গোষ্ঠি থেকে মোট ৪০ কোটি টাকা নিয়েছেন। আর বিড়লাদের কাছ থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দুই বারে নিয়েছেন মোট ২৫ কোটি টাকা।
রাহুলের দাবি, আয়কর বিভাগের অভিযানে ধরা পড়েছে ২০১৩ সালের ৩০ অক্টোবর দু্ই ৫ কোটি, ১২ নভেম্বর ৫ কোটি, ২৭ নভেম্বর দুই দশমিক ৫ কোটি, ৬ এবং ১৯ ডিসেম্বর গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৫ কোটি টাকা করে দেয় সহারা গোষ্ঠী। ২০১৪-র ১২ জানুয়ারি ৫ কোটি, ২৮ জানুয়ারি ৫ কোটি এবং ২২ ফেব্রুয়ারি আরও ৫ কোটি টাকা নরেন্দ্র মোদীকে দেয় সহারা গোষ্ঠী।
রাহুল প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহারার থেকে টাকা নেওয়ার প্রমাণ থাকলেও কেন যথাযখ তদন্ত হয়নি?