আয়না২৪ ডেস্ক
পর্যটন ব্যবসা বাড়ানোর জন্য চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিয়াংফেং গ্রামের আধিবাসীরা ১৩ বছর আগে বন থেকে ৭৩টি বানর নিয়ে এসেছিল গ্রামে। সেই বানরের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করায় গ্রাম ছেড়েছিল জিয়াংফেং গ্রামের বাসিন্দারা।
এবার বানরের যন্ত্রণায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বাসিন্দারা। বাড়ি ছাড়তে না হলেও বানরের হাত থেকে বাঁচতে ঐ অঞ্চলে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হয়েছে। জাভা দ্বীপের কিছু গ্রামে বানরের তাণ্ডব এতটাই বেড়ে গিয়েছে যে প্রশাসনের কাছে পুলিশ চেয়ে বসে গ্রামবাসী।
আর তাদের দাবির মুখে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। গত কয়েক দিনে বেশ কয়েকটি শিশুসহ কয়েক জনের ওপর আক্রমণ করেছে বানরের দল। পুলিশ প্রধান বলেন, দুই মাস আগেও একই ধরনের তাণ্ডব চালাচ্ছিল বানরেরা।
তখন একটি বানরকে গুলি করার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হয়েছিল। এখন আবার তাদের তাণ্ডব বেড়ে যাওয়ায় গ্রামবাসীকে রক্ষা করতে বাধ্য হয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।