অায়না২৪ ডেস্ক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের লেক-চাদ দ্বীপে দুটি পৃথক হামলায় অন্তত ৩১ জেলে নিহত হয়েছে। সোমবার রাতে জঙ্গি গোষ্ঠি বোকো হারাম এ হামলা চালায়। দ্বীপটির স্থানীয় জেলে ও পাহারাদাররা একথা জানিয়েছে।
জানা গেছে, দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপের মিঠাপানির খালে জেলেদের ওপর সশস্ত্র জিহাদিরা এ হামলা চালায়। এ সময় জেলেরা মাছ ধরছিল। জিহাদিরা তাদের গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো বলেন, ‘বোকো হারাম সদস্যরা দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে।’
বোকো হারামের বিরুদ্ধে লড়াইরত মাইদুগুরি মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো বলেন, ‘বোকো হারাম সদস্যরা হামলা চালিয়ে দুগুরিতে ১৪ জন এবং দাবার ওয়ানজামে আরো ১৭ জনকে হত্যা করেছে।’
জেলে সাল্লাউ ইনুয়া বলেন, বোকো হারাম জিহাদিরা প্রথমে দুগুরি দ্বীপে হামলা চালিয়ে ১২ জেলেকে হত্যা ও আরো দুইজনকে জখম করে। পরে ওই দজনও মারা যায়। এছাড়া, দাবার ওয়ানজামে তারা ১৭ জনকে হত্যা করে।
তবে এ হামলা সম্পর্কে সেনাবাহিনী বা নাইজেরিয়া কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও শাদের মধ্য দিয়ে বয়ে যাওয়া মিঠা পানির লেকটিতে দুই বছর ধরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হয়।
এদিকে, রবিবার সকালে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওজুবুলু শহরে অবস্থিত ‘সেন্ট ফিলিপস’ ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি; তবে নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম বেশ সক্রিয়। আগেও তারা এ ধরনের বহু হত্যাকাণ্ড চালিয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে বোকো হারাম দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার অপহৃত হয়েছে। এছাড়া, ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।