আয়না২৪ ডেস্ক
সৌরজগতের সন্ধান পেয়েছে নাসা৷ সূর্যের পাশে যেমন পৃথিবী, বুধ, বৃহস্পতি, শনিরা ঘুরছে৷ তেমনই ট্র্যাপিস্ট-১ নামে একটি অতি শীতল বামন নক্ষত্র ঘিরে প্রদক্ষিণ করছে সাতটি গ্রহ৷ প্রাণের সন্ধান মিললেও মিলতে পারে, এই আশায় বুক বেঁধেছেন নাসার বিজ্ঞানীরা৷
২০১৮ সালেই নাসা জেমস ওয়েব টেলিস্কোপ আনা হচ্ছে৷ সেটির মাধ্যমেই গ্রহগুলির বায়ুমন্ডলের মধ্যে কী কী রয়েছে, তা জানা যাবে৷ তবে তার আগে এই সাত আবিষ্কারের নাম রাখতে চায় নাসা৷ আর এর জন্য সাধারণ মানুষের স্মরণাপন্ন হয়েছে মার্কিন গবেষণা সংস্থা৷ টুইটারবাসীর কাছে জানতে চাওয়া হয়েছে কী নাম রাখতে চান তাঁরা এই নতুন অবিষ্কারের৷ আপনি রাখতে চান নাম? তাহলে এই টুইটের প্রত্যুত্তর পাঠান৷