ড্রোন শিকারি ঈগল!

নভেম্বর ২৮, ২০১৭
Spread the love

 

আয়না২৪ ডেস্ক

ঈগল বৃহত্ আকারের শক্তিধর এবং শিকারি পাখি। ঈগলের পায়ের নখগুলো এতটাই ধারাল আর ক্ষুরধার যে মুহূর্তের মধ্যে শিকারকে ছিন্নভিন্ন করে ফেলতে পারে। ঈগলের এই ক্ষিপ্র স্বভাবকেই দারুণ অস্ত্র হিসেবে ব্যবহার করছে নেদারল্যান্ডস সরকার।

দেশটিতে অপরাধীরা মাদক চোরাচালানের জন্য যখন উন্নত প্রযুক্তিকে ব্যবহার করছে সেখানে পুলিশ ব্যবহার করছে ঈগলকে।

উচ্চ প্রযুক্তির ড্রোনের সাহায্যে মাদক চোরাচালানের রমরমা ব্যবসা ফেঁদে বসেছিল ব্যবসায়ীরা। এই সমস্যা থেকে পুলিশকে মুক্তি দিতে এগিয়ে আসে প্রশিক্ষিত ঈগল। আকাশে মাদক বহনকারী কোন ড্রোন দেখলেই ছোঁ মেরে সেটিকে ধরে নিচে নামিয়ে আনছে শিকারি ঈগল।

কিন্তু এতে কিছুটা চিন্তিত হয়ে পড়েছে আগামীতে ড্রোনের সাহায্যে পিত্জা সরবরাহ শুরু করতে যাওয়া কোম্পানিগুলো। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য না করলে তার চিন্তা করার কোন কারণ নেই। শিকারি ঈগল শুধু অপরাধ কাজে ব্যবহূত ড্রোনকেই ধরবে।-মিরর