আয়না২৪ ডেস্ক
নয়-এগারোর হামলার এক দিন পরই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক এক কর্মকর্তা একথা বলেছেন। শুক্রবার ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ হয়েছে।
বিবিসি রেডিও ৪-এর ‘টুডে প্রোগ্রাম’ অনুষ্ঠানে অংশ নিয়ে বুশ প্রশাসনের প্রথম দিকের দিনগুলো সম্পর্কে নিক্সন বলেন, ‘আমরা ওই শব্দ পেয়েছিলাম, যাতে বলা হয়, তারা ইরাককে অসমাপ্ত কাজ হিসেবে দেখছে।’ নিক্সন আরও বলেন, ‘আপনি জানেন, তারা এক দিনেই মনস্থির করে ফেলেছিল। ৯/১১-এর এক দিন পর সাদ্দাম হোসেনের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হয়।’
এর আগে নিক্সন বলেন, সিআইএর কর্মকর্তা হিসেবে যখন তিনি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন, তখন সিআইএর কাছে দ্রুত স্পষ্ট হয় যে তিনি (সাদ্দাম) গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেননি।
জন নিক্সন আগেও ইরাক যুদ্ধের বিরুদ্ধে অনেকবারই কথা বলেছেন। তিনি বলেছেন, ইরাকে হস্তক্ষেপের বিষয়ে বেশ কিছু দিক থেকেই যুক্তরাষ্ট্র গুরুতর ভুল করেছিল।
জন নিক্সনের লেখা ‘ডিব্রিফিং দ্য প্রেসিডেন্ট: দ্য ইন্টারোগেশন অব সাদ্দাম হোসেন’ নামের বইয়ে বলেছেন, সাদ্দামকে ইরাক শাসন করতে দেওয়া উচিত ছিল।
প্রসঙ্গত, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। ওই হামলা ৯/১১ নামে পরিচিত পায়।