আয়না২৪ ডেস্ক
এ যেন কোনো ভয়াবহ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী ডেথ টোল। ঘণ্টায় ঘণ্টায় ক্রমে বেড়ে চলেছে।ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্দ্রী জে জয়জলিতার মৃত্যুশোকে শোকাহত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭০ এ পৌছেছে। মৃত্যুমিছিল আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে।
গত শনিবার জয়ললিতার দল এডিআইএমকে্-এর দেয়া তথ্য অনুযায়ী জে জয়ললিতার প্রয়াণে শোকাহত হয়ে মৃত্যু হয়েছে ২৮০ জনের। আর তার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই সংখ্যাটা বেড়ে হল ৪৭০। মৃতদের পরিবার পিছু ৩ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এডিআইএমকে্।
চারদিন আগে এই সংখ্যাটা ছিল ৭৭। যেটা শনিবার হয় ২৮০।রোববার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হল এই সংখ্যাটা বেড়ে ৪৭০-এ ঠেকেছে। জয়াম্মার জীবনাবসানের শোকে মৃত ১৯০ জনের একটি তালিকা এদিন প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবোদনা জানিয়ে, পরিবার পিছু ৩ লাখ রুপি দেয়া হবে বলেও জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর থেকে ৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন।
তথ্যসূত্র: এই সময়