চীনে পাহাড়ধসে ১৪০ জনের মৃত্যুর আশঙ্কা

জুন ২৪, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ সিচুয়ানে পাহাড় ধসে কমপক্ষে ১৪০ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মাওজিয়ান এলাকার সিনমো গ্রামে একটি পাহাড়ের একাংশ ধসে পড়ায় ৪০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
 
নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। পিপলস ডেইলি সংবাদপত্রের টুইটার অ্যাকউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায় বুলডোজারের মাধ্যমে পাথরের বোল্ডার ও পাহাড়ধসের মাটি সরানো হচ্ছে। ভূমিধসে একটি নদীর ধারা আটকা পড়েছে বলে জানিয়েছে সিনহুয়া। বিবিসি।