কেমন হবে চীনের গভীরতম মেট্রো স্টেশন ?

জুলাই ২৪, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

এখন ভারতের কলকাতাতেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চলার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু, ওদিকে যে চীনও বসে নেই। সে দেশের সবথেকে গভীরতম মেট্রো স্টেশনটি হতে চলেছে চংকিং মিউনিসিপ্যালিটিতে।

আর মেট্রো স্টেশনটির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে, এটাই হবে চীনের সবথেকে গভীর মেট্রো স্টেশন।

জিনহুয়া নিউজ এজেন্সির সূত্র অনূযায়ী এখনই ওই মেট্রো স্টেশনটি ৬০ মিটার গভীরে অবস্থিত। কিন্তু আগামিদিনে সেটাকে আরও গভীরে তৈরি করা হচ্ছে। আরও আধুনিক এবং বড় করা হচ্ছে। আর সেই কাজ শেষ হলে, এই মেট্রো স্টেশনটি হবে মাটির ৯৪ মিটার নিচে।

এই মেট্রো স্টেশনটিতে থাকবে ৯৪টি এসক্যালেটর। যেগুলো যাত্রীদের প্লাটফর্ম থেকে ট্রেন পর্যন্ত পৌঁছে দেবে। স্টেশনে আপাতত রয়েছে ৩২ টি এলেভেটর। এর সংখ্যাও বেড়ে করা হচ্ছে ৯১ টি।

তাদের বক্তব্য চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে স্টেশন তৈরির কাজ। সেক্ষেত্রে এই মেট্রো স্টেশনটিও গভীরতায় পাল্লা দেবে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মেট্রো স্টেশনকে।