• Home  / 
  • বিশ্ব  / 

গ্রেপ্তার সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালের সাক্ষাৎকার

জানুয়ারি ২৮, ২০১৮
Spread the love

অনলাইন ডেস্ক

সৌদি আরবের  দুর্নীতিবিরোধী অভিযানের  আটক দেশটির ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল অবশেষে মুক্তি পেলেন। নভেম্বর মাসে  সৌদি আররের নতুন ক্রাউন প্রিন্স সালমান  ওই অভিযান শুরু হয়েছিল। প্রিন্স তালালের পারিবার  বার্তা সংস্থা রয়টানর্সকে বলছেন, রিয়াদের একটি বিলাসবহুল হোটেল থেকে তাঁকে  মুক্তি দেওয়া  হয়েছে। প্রিন্স তালাল ওই হোটেলে মুক্তি পাওয়ার আগে ৩০ মিনিট ধরে রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন যা কাল প্রকাশিত হয়েছে। নভেম্বর মাস থেকে  ওই হোটেলে  আটক ছিলেন।  সাক্ষাৎকারটি প্রকাশ করা হল-

প্রশ্ন: আপনি এখানে কেন?

উত্তর:  আমি একাই এখানে নই। এখানে  আরো বেশ কয়েকজন সৌদি নাগরিক আছে।  এটা সত্য যে  আমরা সরকারকে সব রকমের সহযোগিতা করছি।  আম আমিও সরকারের বাইরের কেউ নই, সরকারেরই   অংশ। আমি সৌদি রাজ পরিবারেরই অংশ। আমাদের মধ্যে আলোচনা অব্যাহত আছে। আমার বিশ্বাস  অল্প দিনের মধ্যেইেএসব সবকিছু শেষ হবে।  

প্রশ্ন: আপনার বিরুদ্ধে কি  অভিযোগ ?

উত্তর: না আমার বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ নেই। সরকার ও আমার মধ্যে কিছু বিষয়ে কেবলমাত্র আলোচনা চলছে।    এখানে অনেক বিষয় আছে যেগুলো  এখনই প্রকাশ করতে পারছি না।িআপনাকে আমি  আশ্বস্ত করতে পারি  এই যে গল্প আমরা তার  প্রায় শেষ পর্যায়ে  পৌঁছেছি। আমি ভালোেই আছি, কারণ আমি  আমার নিজের দেশে, নিজের শহরেই রয়েছি।   মনে হচ্ছে  আমি আমার বাড়িতেই ছিলাম। এখানে কোন সমস্যা ছিল না। 

যেসব কারণে নিয়ে আপনি আমার কাছে জানতে চাইছেন তার  সবই গুজব যা বিশেষত ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে প্রকাশ হয়েছে। এসব গুজবে আমি খুব হতাশ ও মর্মাহত।  আসল কথা বললে   এর সবই ছিল বানোয়াট ও গল্প।  কারণ এই হোটেলটিকে আমি সবসময় ভালভাবেই ছিলাম।  আমি নিয়মিত  ব্যায়াম , সাঁতার, হাঁটাচলা করার সুযোগ পেয়েছি।  আমার পছন্দ মত খাবারও পেয়েছি।  

 প্রতিদিন  পরিবারের সাক্ষাত পেয়েছি।   এটা ছিল  আমার কার্যালয়ের মতই।  এখানে আমার ব্যক্তিগত কাজ, রাজ পরিবারের কাজ, দেশসেবার কাজ-  এ সবকিছুর সঙ্গেই  আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং আছে। 

প্রশ্ন: কোন  গুজবে আপনি হতাশ ?

উত্তর:  বিবিসি এবং অন্য মাধ্দেযমে দেখেছি যে আলওয়ালিদকে অন্য জায়গার কারাগারে পাঠানো হয়েছে।  তাকে নির্যাতন করা হয়েছে। খুবই  দুর্ভাগ্যজনক খবর ছিল এসব।

আমি বের হওয়ার পর পরই এ বিষয়ে  একটি সাক্ষাৎকার দেওয়ার  পরিকল্পনা ছিল।  কিন্তু সেটি আমি এখনই দিচ্ছি।  কারণ এরইমধ্যে এসব নিয়ে নানা ধরনের   গুজব ছড়িয়ে পড়েছে। এগুলো একেবারেই অগ্রহণযোগ্য।  এসবই অসত্য। 

প্রশ্ন:  কি অভিযোগের কারণে আপনাকে আটক করা হয়েছিল ?

উত্তর: আসলে  সৌদি আরবের  খুব শীর্ষস্থানীয়  ব্যক্তি আমি।,জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে  আমি বেশকিছু  প্রকল্পের সঙ্গে যুক্ত।  এখানে আমার গোপন করার কোনও বিষয় নেই।    আমি এখানে খুব ভালো ছিলাম।  আরামের দিন কাটিয়েছি।  যেভাবে আমি বাড়িতে থেকেছিম শেভ করেছি এখানেও তেমনই ছিলমা তেমনই  শেভ করেছি।  নাপিত এখানে এসে চুল কেটে দিয়ে গেছে। মনে হয়েছে আশি বাড়িতেই ছিলাম। এখানে খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে  আলোচনা হয়েছে।  সরকারের পক্ষকে আমি নির্দিধায় বলেছি  তাঁরা যত দিন চাইবে আমি  ততদিন এখানে থাকতে রাজী।  আমি চাই প্রকৃত সত্য উদঘাটন হোক।

জেদ্দাতে সর্বোচ্চ টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছেন তিনিছবির কজেদ্দাতে সর্বোচ্চ টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছেন তিনি

 

প্রশ্ন: কিন্তু দুর্নীতি-বিরোধী অভিযান কেন?

উত্তর: দুর্নীতিবিরোধী অভিযান চলছে – এটা  ঠিক।  এখানে এটা একটা বড় কথা। আমাদের এখানে  অনেকেই আছেন যাদের কোনও অভিযোগ নেই।  আর  আমি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে অনেক  প্রকল্পের সঙ্গে যুক্ত  যে আমি সরকার পক্ষকে বলেছি   আপনারা সময় নিয়ে সবকিছু খতিয়ে দেখুন। কোনটা সত্য, কোনটা মিথ্যা। 

 আমি  আগেই এখান থেকে চলে যেতে চাইলে তা পারতাম। এরকম প্রস্তাবও আমাকে তাঁরা দিয়েছিলেন।   কিন্তু আমি  রাজী হ্নইনি।  আমি চেয়েছি  সবকিছুর  সমাধান হোক। তারপরে এখান থেকে যাব।  কারণ সবকিছু পরিষ্কার হওয়া   জরুরী। 

প্রশ্ন: আরকার আপনার কাছে কতো অর্থ চাইছে? তারা কি সম্পদ চায় নাকি কোম্পানিতে ভাগ চাইছে?

উত্তর:  এসব মিথ্যা কথা। বাইরের রটনা। আসলে আমি এসব নিয়ে কোন কথা বলতে চাইনা। আমাকে এ সম্পর্কে কিছু বলা হয়নি, প্রস্তাব দেওয়া হয়নি এমনকি নির্যাতন করার খবরও মিথ্যা।

 

প্রশ্ন:  আপনি কি কোনো ধরনের ডোনেশন দেবেন?

উত্তর: সরকারের সঙ্গে আমরা এখনও আলোচনা চালাচ্ছি। তাঁদের সঙ্গে  চূড়ান্ত আলোচনায় আমরা সেরকম একটা জায়গায় পৌঁছেছি।

প্রশ্ন: এটা শুধুই দুর্নীতির বিষয়?

উত্তর:  দেখুন এখানে রাজনীতির কিছু নেই। তবু দুর্ভাগ্য যে আমি এখানে আছি।  এখানে রাজনীতি, ক্ষমতার কোনও বিষয় নেই।  এই সত্য শতভাগ প্রমান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকতে চাই। 

তাকে বলা হয় আরবের ওয়ারেন বাফেটতাকে বলা হয় আরবের ওয়ারেন বাফেট

প্রশ্ন: রিটজ হোটেল ছেড়ে যাওয়ার পর কি হতে পারে ব? আপনি কি সৌদি আরবেই থাকবেন?

উত্তর:   এটা নিশ্চিত জেনে রাখুন আমি সৌদি আরব ছেড়ে কোথাও যাব না । কারনম এটা আমার মাতৃভূমি । আমার পরিবারের সবাই এখানে থাকেন।  আমার সমস্ত সহায় সম্পত্তিও এখানে। আমার দেশের বাদশাহ, যুবরাজ কিংবা সৌদি আরবের প্রতি আমার পূর্ণ আনুগত্য আছে।  সেটা নিয়ে কোনও আপস নেইআমার।  

প্রশ্ন:  সৌদি আরবে আপনার বাড়ির মালিকানা আপনারই থাকবে?

উত্তর: হ্যাঁ অবশ্যই থাকবে। অভিযোগ  প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কেউ তো আর অভিযুক্ত হতে পারে না।  আমি একজন সৌদি    আরবের একজন নাগরিক। এমনকি সৌদি  রাজ পরিবারের একজন।  আমি দান করি, দেশপ্রেমের পরিচয় দেয় এমন অনেক   কাজ  আমার আছে । 

 

প্রশ্ন: তাহলে আপনি  ডোনেশন দিচ্ছেন না?

উত্তর: না, না । ওসবের প্রশ্নই আসছে না।  

প্রশ্ন: মুক্তি রপর  কি করবেন?

উত্তর:  আগে যা করতাম তাই করবো। । অন্য কিছু ন্। আমি বাইরে যাব, আমার অফিসে যাব। সাপ্তাহিক ছুটির দিনে  মরুভূমিতে গিয়ে সময় কাটাবো।  নিরামিষভোজী  হিসেবেই আমি  জীবন কাটাবো।  

প্রিন্স চার্লসের সাথে আলওয়ালিদ বিন তালালপ্রিন্স চার্লসের সাথে আলওয়ালিদ বিন তালাল

প্রশ্ন: এই হোটেলে  প্রতিদিন কি করেন?

উত্তর:  হাঁটি, সাঁতার কাটি, ব্যায়াম করি,  খবর দেখে সময় কাটাই।

 

প্রশ্ন: এই বিষয়টি কি বিচার পর্যন্ত গাড়াতে  পারে ?

উত্তর:  না সেটার প্রশ্নই আসেনা। এটার বিচারের কোন সম্ভাবনা নেই। আর  জেলে যাওয়া বা দণ্ড ভোগের  প্রশ্নই আসে না।