কাস্ত্রোর সেরা সাত

নভেম্বর ২৭, ২০১৬
Spread the love

আয়না২৪  ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের স্বপ্ন দেখানোর মানুষ বিপ্লবী  ফিদেল কাস্ত্রো। তাঁর  এই  মহাপ্রয়াণের শোক ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। কিন্তু এমন একজন বিপ্লবীর কী মৃত্যু আছে! তিনি তো বেঁচে থাকবেন যুগ যুগ বিপ্লবে-বিক্ষোভে-বিদ্রোহে আর মুক্তির প্রতিটি সংগ্রামে। ফিদেলের সেই উত্তাল বিপ্লবের দিনগুলোতে তিনি যেসব স্মরনীয় বক্তৃতা করেছিলে এবং বিভিন্ন সময়ে যেসব মন্তব্য করেছিলেন তা  যুগ যুগ ধরে   স্মরণ করাবে কোটি কোটি মানুষ। পড়ুন তাঁর সেসব স্মরনীয় সব মন্তব্য।

❏‌ ‘‌আমাকে খুন করে জনতার মন থেকে মুছে ফেলার চেষ্টা করতেই পারেন। তবে ইতিহাস আমাকে মুছতে পারবে না।’‌
❏‌ ৮২ জন সঙ্গীকে নিয়ে বিপ্লব শুরু করেছিলাম। যদি প্রয়োজন পড়ে, তাহলে ১০ জনকে নিয়েও আমি ফের বিপ্লব শুরু করতে পারি। শুধু তাদের আমার ওপরে বিশ্বাস রাখতে হবে।
❏‌ ‘‌এখনই দাড়ি কেটে ফেলব না। কারণ আমার দাড়ি অনেক সংগ্রামের প্রতীক। আমরা যেদিন লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন দাড়ি কেটে ফেলব।’‌
❏‌ ‘‌কিউবার জনগণের জন্য যদি শেষ কোনও আত্মত্যাগ করতে হয়, তাহলে ধূমপান ছেড়ে দেবো।’‌
❏‌ ‘‌আশি বছর বয়স হয়ে গেল। জীবন থেকে এখন আর কিছুই চাওয়ার নেই।’‌
❏‌ ‘‌যা বুঝতে পারছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার লড়াই কোনও দিনই শেষ হবে না।’‌
এবং
❏‌ ‘‌বিপ্লবের সবচেয়ে বড় সুফল কী জানেন?‌ আমাদের দেশের যৌনকর্মীরাও সকলেই স্নাতকস্তর পর্যন্ত পড়াশুনো করেছেন।’‌‌