আয়না২৪ ডেস্ক
এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এল রিমোট চালিত ট্যাঙ্ক ‘মন্ত্র’। মাইন বোমা রয়েছে কিনা তা দেখা, পারমাণবিক ও জৈব হামলা হতে পারে এমন এলাকা খুঁজে বের করতে পারবে এই ট্যাঙ্ক।
সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়াতে ও সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। মাওবাদী অধ্যুসিত এলাকায় এই ট্যাঙ্কার ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
প্রাক্তন রাষ্ট্রপতি ও বরেণ্য বিজ্ঞানী প্রয়াত এপিজে আবদুল কালামকে শ্রদ্ধার্ঘ জানিয়ে দুটি নতুন অস্ত্র সমেত ট্যাঙ্ক সাজানো হয়েছিল। প্রয়াত ইস্টবেঙ্গল কর্তা স্বপন বল Featured Posts মন্ত্র-এস তৈরি করা হয়েছে মানবহীন ট্যাঙ্কার হিসাবেও যাতে পাহারা দেওয়ানো যায়।
এদিকে মন্ত্র-এম তৈরি করা হয়েছে মাইন পোঁতা থাকলে তা খুঁজে বের করার জন্য। এর পাশাপাশি মন্ত্র-এন রয়েছে পারমাণবিক রেডিয়েশন ও জৈব অস্ত্র থাকলে তা খুঁজে বের করে দেওয়ার জন্য। ডিআরডিও-র বিজ্ঞানীরা এই ট্যাঙ্কারটি বানিয়েছেন। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার, ক্যামেরা ইত্যাদি রয়েছে। এটি ১৫ কিলোমিটার দূরের বস্তুও সহজেই চিহ্নিত করে ফেলতে পারবে।