আয়না২৪ ডেস্ক
এবার ইরানের ওপরআর্থিক নিষেধাজ্ঞা আরোপ করলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। বলা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সঙ্গে যে ব্যক্তি বা যে সব সংস্থা যুক্ত, তাঁদের সঙ্গে কোনওরকম বাণিজ্যিক যোগাযোগ রাখবে না আমেরিকা। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর সূত্রে বলা হয়েছে, ইরান যে ধরনের কাজ করেছে, তাতে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই দেশের নিরাপত্তা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বারাক ওবামার আমলে হওয়া ইরান আমেরিকা পরমাণু চুক্তির কোনও নিয়মই লঙ্ঘন করা হবে না এই নতুন নিষেধাজ্ঞার ফলে।
কয়েকদিন আগেই ৭ রাষ্ট্রের সঙ্গে যোগযোগ ছিন্ন করার প্রস্তাবে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নিষেধাজ্ঞার তালিকাতেই এই নতুন শর্ত আরোপিত হল। তবে হোয়াইট হাউস সূত্রের খবর, ইরান–সহ মুসলিম দেশগুলির ওপর আরও কড়া হতে পারে ট্রাম্প প্রশাসন।
ইরান আমেরিকা সরাসরি যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলেও, ট্রাম্প জানিয়েছেন ‘কিছুই আলোচনার বাইরে রাখা হচ্ছে না।’ আমেরিকার আইনসভার বেশিরভাগ সদস্যই কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থনই করছেন। বলছেন, রাজনৈতিক ভাবে ইরানকে চাপে রাখার জন্য এই ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া খুবই দরকারি। এতে ইরান শক্তি প্রদর্শন করতে এমন মিসাইল পরীক্ষার করতে ভবিষ্যতে দু’বার ভাববে। তবে ট্রাম্পই প্রথম নয়, পূর্বসূরি ওবামা এবং বুশও এমন মিসাইল পরীক্ষার পরে ছোট দেশের ওপর চাপ তৈরি করতে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছেন ট্রাম্প প্রশাসন। এবার, সেই পথেই হাঁটছেন নতুন প্রেসিডেন্ট।