এক দিনের বিশ্ব ধনীক!

জুলাই ২৮, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

অ্যামাজনের  প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে উঠে এসেছিলেন বুধবার। ফোর্বস পত্রিকার খবরে প্রকাশ পেয়েছিল,  ৯০ দশমিক ৫ বিলিয়ন সম্পত্তির মালিক তিনি। 

তাঁর এই সম্পত্তির পরিমাণ মাইক্রোসফট-এর মালিক বিল গেটসকেও ছাপিয়ে গিয়েছে বলে জানায় ফোর্বস ও ব্লুমবার্গ। 

কিন্তু একদিন যেতে না যেতেই বেজোসকে দ্বিতীয় স্থানে ফিরে আসতে হল। বিশ্বের ধনীতম ব্যক্তি রয়ে গেলেন বিল গেটস। 

কারণ বৃহস্পতিবার দিনের শেষে শেয়ার মার্কেটে অ্যামাজনের শেয়ারের দাম তিন শতাংশ কমে যায়। তাতেই ছন্দপতন ঘটে। বিল গেটস আবার বেজোসকে ছাপিয়ে যান।

জেফ বেজোস ও বিল গেটস। ছবি: এএফপি

অ্যামাজনের তরফ থেকে ত্রৈমাসিক লাভের ফলাফলও প্রকাশ করা হয় বৃহস্পতিবার। তাতে দেখা যাচ্ছে, মোট বিক্রির পরিমান ২৫ শতাংশ বাড়লেও, লাভের পরিমান ১৯৭ মিলিয়ন ডলার থেকে ৭৭ শতাংশ নেমে গিয়েছে। 

এই হিসেবের জেরেই বেজোসকে ধনীতম ব্যক্তির স্থান হারাতে হলেও, বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে বিল গেটসকে হটিয়ে পাকাপাকি ভাবে ধনীদের তালিকার প্রথম স্থান দখল করে নেবেন বেজোস। গত সাত বছর ধরে বিশ্বের ধনীদের তালিকায় এক নম্বরে রয়েছেন গেটস। 

২২ বছর আগে নিজের গ্যারেজ থেকে বই বিক্রি করা শুরু করেন বেজোস। ১৯৯৮ সালে অ্যামাজনের আইপিও বাজারে আসার পরে বেজোস ধনী ব্যক্তিদের তালিকায় নাম লেখান মাত্র ১.৬ বিলিয়ন ডলারের মালিক হয়ে।