
আয়না২৪ ডেস্ক
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম মালয়েশিয়ায় নিহত হয়েছেন। মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলছেন, কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সী কিম জং ন্যামকে হত্যা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার চোসান টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, দুজন অপরিচিত নারী ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করেছেন। চোসান টেলিভিশন চ্যানেলটির দাবি, ওই দুই নারী উত্তর কোরিয়ার বলে তাঁরা ধারণা করছেন।
মালয়েশিয়ার পুলিশ কিম জং-নামের মৃত্যু নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তা ফাদজিল আহমাত বলেছেন, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এখনও নিশ্চিত নন তারা। তবে লাশ ময়নাতদন্ত করে দেখা হবে।
রয়টার্সকে আহমাত বলেন, খুনের ঘটনায় এখনও কাউকে সন্দেহ করা যায়নি। তবে তদন্ত চলছে এবং কয়েকটি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।