• Home  / 
  • বিশ্ব  / 

উত্তর কোরিয়ার জন্য একটাই ওষুধ : ট্রাম্পের মন্তব্যে যুদ্ধের জল্পনা তুঙ্গে

অক্টোবর ৯, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেসক্
উত্তর কোরিয়া আক্রমণ করার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি যুদ্ধ ঘোষণার কথা না বললেও গত কয়েক দিনে ট্রাম্পের বেশ কিছু পদক্ষেপ এবং কথাবার্তায় যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

শনিবার টুইটারে উত্তর কোরিয়ার জন্য একটাই ওষুধ কাজ করবে অনেকটা এমনই লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজে আমেরিকার শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে নিয়ে ছবি তুলেছেন ট্রাম্প। সেই ছবি প্রকাশ করে সংবাদমাধ্যমের উদ্দেশে ট্রাম্পের মন্তব্যে, এই ছবির অর্থ কী, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তবে কি যুদ্ধ ঘোষণার পথেই ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের জবাব, খুব শিগগির সবটা স্পষ্ট হয়ে যাবে।

শনিবার বিকেলে দু’টি টুইট করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রেসিডেন্টরা এবং প্রশাসনিক কর্মকর্তারা উত্তর কোরিয়ার সঙ্গে ২৫ বছর ধরে আলোচনা চালাচ্ছেন, অনেক চুক্তি করা হয়েছে, বিপুল অর্থ খরচ হয়েছে,কিন্তু কাজ হয়নি, চুক্তিপত্রে দস্তখতের কালি শুকানোর আগেই চুক্তি ভাঙা হয়েছে, আমেরিকাকে বোকা বানানো হয়েছে। আমি দুঃখিত, কিন্তু একটাই মাত্র জিনিসে কাজ হবে।’