• Home  / 
  • বিশ্ব  / 

ইসরাইল সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জুলাই ৫, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ইসরাইল সফরে গেছেন। এটাই  ভারতের কোনো  প্রধানমন্ত্রীর  প্রথম ইসরাইল সফর।
 
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও অন্যান্য কর্মকর্তারা মোদিকে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এই প্রথম ইসরাইল সফরে গেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। 
 
জানা গেছে, বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রনেতার মতো ইসরাইল-ফিলিস্তিনকে একই কাতারে রাখার ধার ধারছেন না মোদী। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দু’বছর আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর তেল আবিব এবং রামাল্লায় যৌথ সফরের মাধ্যমে যেটুকু ভারসাম্য রাখার দরকার ছিল, তা করা হয়ে গেছে। মোদীর এবারের ইসরাইল সফরে আধুনিক প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম আমদানির বিষয়টিকে যৌথ বিবৃতির মাধ্যমে গোপনীয়তার ঘেরাটোপ থেকে বের করে নিয়ে আসাটাই প্রধান লক্ষ্য। বিবিসি।