আয়না২৪ ডেস্ক
নতুন করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন বিশ্বে ইরানকে একঘরে করে রাখা বরদাস্ত করবে না ইরান।
বৃহস্পতিবার ইরানের সিনিয়র রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে এক সভায় তিনি বলেন, ইরানকে একঘরে করা আমরা মানব না। পরমাণু চুক্তি ইরানের সদিচ্ছার প্রতিফলন।
ইরানের ওপর পশ্চিমাবিশ্বের নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে পরমাণু কর্মসূচি হ্রাস করতে চুক্তিবদ্ধ হয় ইরান ২০১৫ সালে। যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তি এই চুক্তিতে স্বাক্ষর করে। রুহানী বলেন, আমি আবার ঘোষণা করছি ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার দিন শুরু হয়েছে। যারা ইরানকে মহিমান্বিত করতে চান তাদের সকলের প্রতি আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।
ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ইরানের সঙ্গে পরমাণু চুক্তিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে চুক্তি বলে অভিহিত করেছিলেন। গত বুধবার ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করেন ট্রাম্প।
ইরানের ব্যালেস্টিক মিসাইল প্রকল্পের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিলটিতে। ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান বলেছে তারা পরমাণু চুক্তি ভঙ্গের অভিযোগ আনবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন আমরা এর যথোপযুক্ত জবাব দেব। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এর জবাব দেব।