আয়না২৪ ডেস্ক
সিরিয়ায় সম্প্রতি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার আকষ্মিক সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কার হাত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মেয়ে ইভাঙ্কার অনুরোধেই এই হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক৷ ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’–কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন এরিক৷
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ইভাঙ্কা৷ এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ইভাঙ্কা–র মতো নবীন উপদেষ্টা কী করে নিতে পারেন, সেটা নিয়ে ঘরে বাইরে প্রবল বিতর্কে ট্রাম্প প্রশাসন। এই ঘটনায় তিনি নিজেও যথেষ্ট বিব্রত বলে জানিয়েছেন এরিক।
তিনি বলেছেন, ‘ইভাঙ্কা নিজে তিন সন্তানের মা। সে কী করে এই হামলার পক্ষে সওয়াল করতে পারল।’ যদিও হামলায় ইভাঙ্কার প্রভাব নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।