ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৫ জন

জুলাই ৬, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

বুধবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাঁচ আরোহীর সবাই প্রাণ হারান। বৃহস্পতিবার জাতীয় তল্লাশি ও উদ্ধার অফিসের এক মুখপাত্র একথা জানান।

বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মিশন অ্যাভিয়েশন (এএমএ) পরিচালিত বিমানটি ওয়ামেনা থেকে ডেরাকমা যাচ্ছিল।

উদ্ধারকারীরা বিমানটিকে কয়েকটি টুকরায় ভাঙ্গা অবস্থায় দেখতে পাওয়ার পর সংস্থার মুখপাত্র মারসুদি এ বিবৃতি দেন।

উদ্ধারকারীরা পিলাতুস পোর্টার পিসি-৬ নামের বিমানটিকে আকাশ পথে তল্লাশি চালাচ্ছিল। তিনি সিনহুয়াকে ফোনে বলেন, ‘বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের আরোহীদের মারা যাবার আশংকা ব্যাপক।’

মারসুদি আরো বলেন, তল্লাশী ও উদ্ধার অফিসের বেশ কয়েকজন উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী দুর্ঘটনাস্থল ওয়ামেনা অঞ্চলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। বিমানটির আরোহীদের একজন পাইলট, একজন কো-পাইলট ও তিন জন যাত্রী। বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মিশন অ্যাভিয়েশন (এএমএ) পরিচালিত বিমানটি ওয়ামেনা থেকে ডেরাকমা যাচ্ছিল।