• Home  / 
  • বিশ্ব  / 

আবারও সাগরে ৩টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ.কোরিয়া

আগস্ট ২৬, ২০১৭
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া
Spread the love

আয়না ২৪

উত্তর কোরিয়া তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে নিক্ষেপ করা হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

গত মাসে প্রায় ১০ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং একাধিকবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে আজ যে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা গুয়াম দ্বীপের জন্য কোনো হুমকি ছিল না বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম দাবি করেছেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে। তিনি বলেন, তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং।

সাধারণত কোরীয় উপদ্বীপে যখন দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া চালায় তখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। বর্তমানে আমেরিকা ও উত্তর কোরিয়ায় হাজার হাজার সৈন্য কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কিনা তা দেখার জন্য তারা উত্তর কোরিয়ার দিকে গভীর নজর রাখছেন।

এরআগে উত্তর কোরীয় নেতা কিম জং উন হুমকি দিয়েছিলেন, আগস্টের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাঘাঁটি গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করবে তার দেশ। এ নিয়ে কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত এপ্রিলের শেষে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সে সময় দেশটি যুক্তরাষ্ট্রের যেকোনো অবস্থানে হামলায় সক্ষম বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ খবর অনুযায়ী আগের চেয়েও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।