• Home  / 
  • বিশ্ব  / 

আফগানিস্তানে মার্কিন সুরক্ষিত ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলা

নভেম্বর ১৩, ২০১৬
Spread the love

 

আয়না২৪ আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন  সামরিক বাহিনীর সুবিধাবেষ্টিত রাগরাম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবোন জঙ্গিরা। বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত চারজন নিহত ও  আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তালেবানদের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, তাদের আত্মঘাতী হামলাকারী  দল এই হামলা চালিয়েছে।

বিবিসি বলছে, এটা  আফগানিস্তানে মার্কিনীদের  সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি হিসেবে পরিচিত। এমন একটি সুরক্ষিত জায়গায় হামলাকে আফগানিস্তানের নিরাপত্তায় অন্যতম আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে।তালেবানদের হামলার দাবি যদি  সত্যি  হয় তবে এটি হবে তালেবানদের  নিরাপত্তাবেষ্টিত অঞ্চলে এই ধরনের প্রথম হামলা। এর আগেও বাগরামের ওপর আক্রমণ হয়েছে। কিন্তু তালেবান বিদ্রোহীরা বাইরের দেয়াল ভেদ করে ভেতরে হামলা চালাতে পারেনি।বাগরাম রাজধানী কাবুলের ঠিক উত্তরে অবস্থিত। ১৪ বছর ধরে ওই এলাকাটি মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ও ন্যাটোর প্রধান সামরিক ও বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এদিকে এএফপিকে সরকারের একজন মুখপাত্র আবদুল ওয়াহিদ সিদ্দিকী  বলেছেন, আক্রমণকারী খুব ভোরে শ্রমিকদের সঙ্গে হেঁটে ঘাঁটিতে প্রবেশ করে। তিনি বলেন, ‘আমরা এখনো নিহত ব্যক্তিদের পরিচয় জানি না। কিন্তু আক্রমণকারী এখানকার শ্রমিক এবং আফগানিস্তানের নাগরিক।’ প্রবীণ দিবস উদ্‌যাপন করতে লোকজন সেখানে জড়ো হলে এই হামলা চালানো হয়।

বাগরাম কয়েক স্তরের পাহারাবেষ্টিত অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত একটি সামরিক ঘাঁটি। এর বাইরের স্তরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান বাহিনী ও দ্বিতীয় এবং এর ভেতরের স্তরের নিরাপত্তার দায়িত্বে আছে মার্কিন বাহিনী। এ ছাড়া উচ্চ দেয়াল, নিরাপত্তা ক্যামেরা এবং বাইরে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।
্বএদিকে র্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর  আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীসহ তিন মন্ত্রীকে শনিবার বরখাস্ত করা হয়েছে। যথাযথভাবে কাজ করতে না পারায় তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে । বরখাস্ত হওয়া তিন মন্ত্রী হলেন, পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রব্বানি, গণপূর্তমন্ত্রী মাহমুদ বালিগ ও সমাজসেবা মন্ত্রী নাসরিন ওরাইখেল। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় স্পিকার তাঁদের বরখাস্ত করার ঘোষণা দেন। তাঁরা তিনজনই তাঁদের মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত তহবিল যথাসময়ে ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। তাঁদের মতো আরও ১৪ জন মন্ত্রী একইভাবে এই আস্থা ভোটের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছেন।