আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস

মার্চ ২৭, ২০১৮
Spread the love

আয়না২৪ 

আজ হলো বিশ্ব নাট্য দিবস। আনন্দ শোভাযাত্রা, প্রীতি সম্মেলন, আলোচনা, নাট্যদিবস সম্মাননাসহ নানা আয়োজনে বিশ্ব নাট্য দিবস ২০১৮ উদযাপন করেছে নাট্যকর্মীরা। ১৯৬২ সালে হেলসিংকিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আন্তর্জাতিক কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২৭ মার্চ ‘বিশ্ব নাট্য দিবস’ পালিত হয়। আর দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের সব দেশের নাট্যকর্মীদের মধ্যে ঐক্য স্থাপন, সম্প্র্রীতি, উদ্দীপনা সৃষ্টি এবং এর মাধ্যমে নাটকের উন্নয়ন সাধন করা।

 

নাট্য দিবসের ইতিহাস

৫৩ বছর ধরে চলমান এই নাটুকে ইতিহাস। শুরুটায় হয়তো একটু হুজুগ মিশে ছিল, ১৯৬১-তে এই দিনটার ভাবনা। হেলসিঙ্কি ও পরে ভিয়েনাতে অনুষ্ঠিত আইটিআই-এর নবম বিশ্ব কংগ্রেসে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় আইটিআই সারা বিশ্বের নাট্যকর্মীদের সৌভ্রাতৃত্ব আর ভাবনার আদানপ্রদানের লক্ষ্যে একটা দিনকে নির্দিষ্ট করার অনুরোধ জানায় আন্তর্জাতিক আইটিআই-কে, ইউনেসকোকে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো একযোগে প্রস্তাবটিকে সমর্থন করে। পরের বছর ১৯৬২-তে প্যারিসে ‘থিয়েটার নেশন্‌স’ নাট্যোত্সব শুরু হয় এই ২৭ মার্চ থেকে। ইউনেসকো বলে দেয়, এই দিনটাই হোক বিশ্ব নাট্য দিবস। ঠিক হয়, প্রতি বছর বিশ্ব নাট্য দিবসের প্রাক্কালে এক জন বিশিষ্ট নাট্যচিন্তক বা আন্তর্জাতিক ভাবে সমাজ-সংস্কৃতিতে আলোড়ন তোলা কোনও বিখ্যাত মানুষ বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা করবেন। ১৯৬২-তে আমন্ত্রিত বিশিষ্ট নাট্যজন হিসেবে প্রথম বক্তৃতা করেছিলেন জাঁ ককতো। পরের বছর আর্থার মিলার। তার পর থেকে পাবলো নেরুদা, আয়োনেস্কো, ওলে সোয়িঙ্কা, পিটার ব্রুক, এডওয়ার্ড এলবি, ভাচলভ হাভেল, আগস্তো বোয়াল-সহ কত বিশিষ্ট জন যে বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা করেছেন! ২০১৫ সালে বছর বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা করেছেন পোল্যান্ডের নাট্যবিদ ক্রিস্তফ ওয়ারলিকাউস্কি, যিনি ওয়ার্শ-র Nowy Teatr (নিউ থিয়েটার)-এর শিল্পনির্দেশক এবং নতুন ধারার নাট্যপরিচালক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।

১৯৮২ সাল থেকে বাংলাদেশে বিশেষ মর্যাদায় এই দিনটি উদযাপিত হয়ে আসছে।