আইএস প্রধান বাগদাদি জীবিত!

জুলাই ১৯, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

জঙ্গি সংগঠন  আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যাননি। এমনটাই দাবি ইরাকের কুর্দ বাহিনীর। কয়েকদিন আগেই বাগদাদির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছে কুর্দ বাহিনী।

তাদের নতুন দাবি, বাগদাদি যে শুধু বেঁচে আছেন তাই নয়, সে লুকিয়ে রয়েছে সিরিয়ার রাকা শহরের দক্ষিণে। বাহিনীর সন্ত্রাসবাদ বিরোধী নেতা লাহুর তালাবানি বলেছেন, ‘‌আমরা ৯৯ শতাংশ নিশ্চিত যে বাগদাদি জীবিত।  সম্ভবত তিনি গুরুতর আহত । এরপরে বাগদাদি সিরিয়া থেকে পালানোর চেষ্টা করবে। তাই আমরা নজরদারি চালাচ্ছি। ইরাকে আইএসের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আর ওদের মাথাচাড়া দিতে দেওয়া হবে না।’‌

গত সপ্তাহে শক্ত ঘাঁটি মোসুল হাতছাড়া হয়েছে আইএসের। তবে এখনও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি তাদের। এই সংঘর্ষের মধ্যেই একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর রটেছে।