আয়না২৪ প্রতিবেদন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অভিনেতা শাকিল খান। দুজনেই আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। রোকেয়া প্রাচী ফেনী -৩ আসন থেকে এবং শাকিল খান নিজ এলাকা চট্টগ্রাম অথবা বাগেরহাটের যে কোনো আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
অভিনেত্রী রোকেয়া প্রাচী। বছরের শুরু থেকেই অভিনয় ও নির্মাণ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রোকেয়া প্রাচী। জানুয়ারিতে একটি নাটক নির্মাণ করলেও এরপর তাকে আর নির্মাণে দেখা যায়নি। অন্যদিকে বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় ‘উড়োজাহাজ’ চলচ্চিত্রে অভিনয়ের কথা থাকলেও হঠাৎ এ নির্মাতা অসুস্থ হয়ে পড়লে পিছিয়ে যায় চলচ্চিত্রটির কাজ।আবার নতুন করে সেপ্টেম্বরে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং।আজ সোমবার এমন চমক লাগানো তথ্য দিলেন তিনি।
দীর্ঘদিন ধরেই শুধু অভিনয়ই নয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। টিভি ও চলচ্চিত্রের নন্দিত এ অভিনেত্রী এবার সরাসরি মানুষের সেবায় নিয়োজিত হতে চান। হতে চান সংসদ সদস্যও। যার কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা ফেনী ৩ আসনে নিয়মিত যাতায়াত করছেন তিনি। সপ্তাহে দুদিন সময় দিচ্ছেন এলাকার মানুষের সঙ্গে।
বললেন, “সরাসরি পলিটিক্সটা করছি এখন। আমার আসন ফেনী-৩। কাজ করছি এলাকায়। আগামী নির্বাচনে মনোনয়ন চাইবো। ভবিষ্যতে নির্বাচনের যে প্রক্রিয়া সুযোগ পেলে সে প্রক্রিয়ায় অংশ নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীতো সবাইকে নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় কাজ করতে। আমি যেহেতু আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী সেহেতু সে নির্দেশমতই কাজ করছি। দেখা যাক।”
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ‘দুখাই’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে রোকেয়া প্রাচীর। প্রথম চলচ্চিত্রেই মনমাতানো অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর পেছনে আর ফিরে তাকাতে হয়নি। বেশ কিছু দর্শকননন্দিত চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হোন।
এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ছিলেন চিত্রনায়ক শাকিল খান। কিন্তু মাঝখানে চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকে গেলে হঠাৎই বিদায় নেন এই তারকা অভিনেতা। ব্যবসায় মনোনিবেশ করলেও এবার আচমকা রাজনীতিতে নামার ঘোষণা দিলেন তিনি।
বহুদিন ধরেই বাংলা সিনেমায় অনুপস্থিত ‘এই মন তোমাকে দিলাম’ খ্যাত তারকা অভিনেতা শাকিল খান। চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও কম দেখা মেলে তার। সর্বশেষ সদ্য সমাপ্ত শিল্পী সমিতির নির্বাচনের দিনে পুরনো তারকাদের সঙ্গে দেখা গেছে তাকে। তবে এবার আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দিয়েই সংবাদের শিরোনামে এই চিত্রতারকা।
২০১৯ সালে হবে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুত হচ্ছেন চিত্রনায়ক শাকিল খান। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে সামনের নির্বাচনেই অংশ নিবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন শাকিল খান। নিজের বাড়ি চট্টগ্রামে হলেও শোনা যাচ্ছে, বাগেরহাট থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তিনি।
উল্লেখ্য, ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে আভির্ভাব ঘটে চিত্রনায়ক শাকিল খানের। বর্তমানে তিনি ব্যবসার কাজে নিয়োজিত আছেন।