বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আজ সকাল থেকে ভোটগ্রহণ চলছে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোটার তাঁদের ভোট প্রদান করার জন্য কেন্দ্রগুলোতে হাজির হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। তাঁরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।ভোটকেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছে। এছাড়া পাঁচটি ইউনিয়নে ১০ জন নির্বাহী মেজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্বে আছেন। এছাড়া র্যাব, কোস্টগার্ড, বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে আছেন।
তালতলী উপজেলার বড়বগি, ছোটবগি, পচাকোড়ালিয়া, কড়ইবাড়িয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নে ভোট হচ্ছে।