বরিশাল প্রতিনিধি
বরিশাল রেঞ্জের ছয় জেলায় পুলিশী সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌছে দিতে বরিশাল রেঞ্জ অফিসের উদ্যোগে “ রেঞ্জ পুলিশ বরিশাল’’ নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে যে কোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।
ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এই অ্যাপটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। সমাজের শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা অক্ষরজ্ঞান সম্পন্ন নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ অতি সহজেই তার মাতৃভাষায় এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে যে কোন মানুষ ২৪ ঘন্টা রেঞ্জ ডিআইজিসহ রেঞ্জের সকল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এসএমএস, ফোনকল ও ই মেইলের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা রয়েছে এই অ্যাপটিতে। এ ছাড়া যে কোনও অপরাধের তথ্যসহ অডিও, ভিডিও, ডকুমেন্ট ও ছবি পাঠানো যাবে এতে।
অ্যাপটির আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হল এতে সমগ্র বরিশাল রেঞ্জের চলমান বিট পুলিশিং কার্যক্রমের তথ্য সন্নিবেশ করা হয়েছে। প্রত্যেকটি বিট অফিসারদের মোবাইল নম্বর, বিট পুলিশিং সেকশনে দেওয়া হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ অতি সহজেই সংশ্লিষ্ট বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করে কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারবেন।
অ্যাপটির উপরিভাগের ডান কোণায় অপশন বাটন থেকে সহজেই প্রয়োজনীয় মেন্যু নির্বাচন করে কাঙ্খিত সেবা গ্রহণ করা যাবে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের উদ্যোগে ও নির্দেশনায় তৈরি এই অ্যাপটির মাধ্যমে বরিশাল বিভাগের সকল মানুষ এমন কি বিশ্বের যে কোনও প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা এই সেবা গ্রহণ ও তথ্য প্রদান করতে পারবেন।