• Home  / 
  • বরিশাল  / 

মেহেন্দিগঞ্জে সাত ইউপি নির্বাচনঃ ভোট বর্জন বিএনপি প্রার্থীদের

জুলাই ১৩, ২০১৭
Spread the love

বরিশাল প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট  বর্জন করেছে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। আজ  বৃহস্পতিবার  ভোটগ্রহণ শুরুর ৫ ঘণ্টার মাথায় বেলা ১ টার দিকে এ ঘোষণা দেন দলটি প্রার্থীরা।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করে বলেন,‘বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগ প্রার্থীদের সন্ত্রাসীরা। এছাড়া ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে সিল মারছে। যে কারণে দলের জ্যেষ্ঠ  নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি মনোনীত সাত প্রার্থী ভোট বর্জন করেছেন।

মেহেন্দিগঞ্জে আন্ধারমানিক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, লতা ইউনিয়নে বিএনপির নাজমুল হক তিনু, জয়নগর ইউনিয়নে বিএনপির দুলাল বেপারী, চরএককরিয়া ইউনিয়নে বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ, গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান, আলিমাবাদ ইউনিয়নে বিএনপির মাইনুদ্দিন মৃধা এবং শ্রীপুর ইউনিয়নে বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেল নির্বাচনে অংশ নিয়েছিলেন।”