বরগুনায় আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা (ভিডিওসহ)

নভেম্বর ৯, ২০১৭
Spread the love

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় বরগুনায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এতে জেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মোল্লা, রইসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোভাযাত্রা পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক ও শোভাযাত্রা উদযাপন কমিটির আহবায়ক গোলাম সরোয়ার টুকু।


এর আগে বুধবার সন্ধ্যায় বরগুনা শহরের নাথপট্টি লেকে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের টাউনহল সংলগ্ন বাসস্ট্যান্ডে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।