আয়না২৪ প্রতিনিধি, বরগুনা
বরগুনায় বাস মালিকদের স্বেচ্ছাচারিতা, রুট দখল,অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের প্রতি জুলুম, হয়রানি বন্ধের দাবিতে বরগুনা সদর ও আমতলীতে আজ পৃথক মানববন্ধন হয়েছে। বরগুনা টাউন হলের সামনে সকাল ১০ টায় সিটিজেন জার্নালিস্ট টিম ও সকাল ১১ টায় আমতলী চৌরাস্তায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক এই কর্মসূচির আয়োজন করে।
আমতলীতে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তরা বলেন,বাস মালিকদের সেচ্ছাচারিতা,অবৈধভাবে রুট দখল,অতিরিক্ত ভাড়া আদায়,জনগনের প্রতি জুলুম অত্যাচার,সেবার নামে যাত্রী হয়রানি এসব বন্ধ করতে হবে।যাত্রীরা যাতে র্নিবিঘ্নে চলাচল করতে পারে সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। এছাড়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় বন্ধ প্রতিটি বাসে নারী যাত্রীদের জন্যে আসন সংরক্ষণের দাবি জানান তাঁরা। সমাবেশে বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান,আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দীন মৃধা,আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুরুল হক,আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম তালুকদার,জেলা পরিষদের সদস্য শাহিনূর তালুকদার প্রমুখ।
এদিকে বরগুনায় বাস মালিক সমিতির স্বেচ্ছাচারি সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানির প্রতিবাদ এবং উন্নত সড়ক ও আধুনিক বাস টার্মিনালের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ যাত্রীরা। সোমবার সকাল ১০টায় বরগুনার টাউন হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনার সিটিজেন জার্নালিস্ট টিম আয়োজিত এ কর্মসূচিতে জেলার অভ্যন্তরিণ বিভিন্ন রুটের ভুক্তভোগী সাধারণ যাত্রীরা অংশ নেয়।
সমাবেশে বরগুনা-বেতাগী-বরিশাল, বরগুনা-আমতলী ও বরগুনা-পাথরঘাটারুটসহ অভ্যন্তরীণ রুটের সকল সড়কের বেহাল দশার কথা তুলে ধরে জরুরী ভিত্তিতে সেসব সড়কের উন্নত সংস্কারসহ একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি জানান আয়োজক নেতৃবৃন্দ।
বরগুনার টাউন হল চত্বরে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, বরগুনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক আক্তারুজ্জামান বাহাদুর, ব্যবসায়ী আরিফ খান, খেলাঘর বরগুনারসম্পাদক মুশফিক আরিফ, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, সিটিজেন জানালিস্ট টিমের সদস্য সাইমুল ইসলাম রাব্বী প্রমূখ।