বরিশাল প্রতিনিধি
পালসার মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজেদের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বখাটে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জলিল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলিল নগরীর বিমান বন্দর থানার তিলক গ্রামের মৃত পুলিশ কনস্টেবল মালেক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, জলিলের বাবা মালেক হাওলাদার চার বছর আগে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা যান। সেই থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন তার স্ত্রী। কিছুদিন ধরে মায়ের কাছে একটি পালসার মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে জলিল। কিন্তু তার মা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে রোববার সন্ধ্যায় জলিল তাদের টিন ও কাঠের তৈরি ঘরে আগুন ধরিয়ে দেয়।
এলাকাবাসী আগুন নেভানোর চেস্টা করলেও আশপাশে কোন পুকুর কিংবা পানির উৎস্ না থাকায় পুরো ঘর এবং ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে ছেলে জলিলকে গ্রেপ্তার করে। জলিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন।
কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা জানিয়েছেন, মোটর সাইকেল কিনে না দেয়ায় বখাটে জলিল এর আগে তার মাকে একাধিকবার মারধর করেছে। স্থানীয় চেয়ারম্যান হিসেবে তিনি নিজেও একাধিকবার জলিলকে শাসিয়েছেন। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত সে বসত ঘরটিও পুড়িয়ে দিল।