আয়না২৪ প্রতিবেদন
গতকাল বরিশালে পুলিশ পরিচয় দিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন সদর উপজেলার চরহোগলা এলাকার ধর্ষিতা ওই গৃহবধূ।
গতকাল রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন তিনি।
আদালতের বিচারক শেখ আবু তাহের মামলাটি সংশ্লিষ্ট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- বরিশালের সদর উপজেলার চরহোগলা এলাকার মো. আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন হাওলাদার, আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. রুবেল হোসেন এবং নুর ইসলাম হাওলাদারের ছেলে মো. নান্টু হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশালের চরহোগলা এলাকার ওই গৃহবধূর স্বামী পেশায় একজন কাঠ মিস্ত্রী। বিভিন্ন স্থানে গিয়ে সে কাঠ মিস্ত্রীর কাজ করায় প্রায়ই বাড়িতে থাকেতেন না। ওই গৃহবধূ সন্তান নিয়ে বাড়িতে একা থাকতেন। অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত।
এতে ওই গৃহবধূ রাজি না হলে গত শনিবার রাত ১১ টায় অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে।
এসময় ওই গৃহবধূ দরজা খুললে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে পালাক্রমে গণধর্ষণ করেন। পরে গতকাল রোববার ওই গৃহবধূ বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।