বরিশালে আননন্দঘন পরিবেশে বড় দিন উদযাপন

ডিসেম্বর ২৫, ২০১৭
Spread the love

আয়না ২৪ প্রতিনিধি

পবিত্র খ্রীষ্টযাগ ও নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হচ্ছে শুভ বড় দিন। সোমবার প্রথম প্রহরে মধ্যরাত্রির মহা খ্রীষ্টযাগ ও সকাল ৮টায় প্রভু যীশু খ্রীষ্টের জন্মোৎসবের জন্য অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা করা হয়। গীর্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

প্রার্থনায় উপস্থিত ভক্ত জেমস মলয় সাহা বলছেন, যীশু খ্রীষ্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনা সভায় যোগ দিয়েছেন। প্রতি বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করেন। প্রার্থনার পর অয়োজিত আনন্দ অনুষ্ঠান এরপর স্বজনদের বাড়িতে বেড়াতে যাবেন তারা।

ফাদার মাইকেল মিলন দেউরি, ভিকার জেনারেল বরিশাল ক্যাথলিক ডায়সিস জানালেন, আর বড় দিন উপলক্ষে তারা বিশ্বের সকলের শান্তি কামনা করেন। সবাই সুখে থাকুক এই কথা বলেন।
শুভ বড় দিনের কর্মসূচি ২৩ ডিসেম্বর শিশু মেলার অনুষ্ঠানের মধ্যদিয়ে সূচনা হয়ে পহেলা জানুয়ারী। ঈশ^র জননী ধন্যা কুমারী মারীয়ার পর্বোৎসবের মদ্যদিয়ে ৬ দিনের কর্মসূচির সমাপ্তি হবে।
বিধান সরকার
বরিশাল।