আয়না২৪ বরগুনা সংবাদদাতা.
বাংলাদেশ পৌর কর্মকর্তা- কর্মচারীদের বেতন –ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান ও পেশনের চালুর দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় বরগুনার চারটি পৌরসভার কর্মকর্তা -কর্মচারীরা মানববন্ধন ও মুখে কালো কাপড় বাঁধা কর্মসুচি পালন করেন ।
সকাল ১০ টায় বরগুনা শহরের সদর সড়কে পৌর ভবনের সামনে মানববন্ধন ও মুখে কালো কাপড় বাঁধা কর্মসুচিতে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার নিবাহী প্রকৌশলী মো. জসীস উদ্দীন, প্যানের মেয়র রইসুল আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম সরোয়ার, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও জোবায়ের ইসলাম প্রমুখ।
কর্মসুচি চলাকালে বক্তারা বলেন, তাঁদের দাবি পুরণ না হলে আরো কঠোর কর্মসুচি পালন করতে বাধ্য হবনে তাঁরা । কর্মসুচি শেষে বিক্ষোভ মিছিল সহকারে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
বরগুনার আমতলী, বেতাগী ও পাথরঘাটা পৌরসভার পৌ কর্মকর্তা-কর্মচারীরাও অনুরূপ কর্মসূচি পালন করেন। একই দাবিতে আগামী ৩ এপ্রিল তাঁরা বিভাগীয় পর্যায়ে মানববন্ধন কর্মসুচি এবং ২০ মে ঢাকায় মহাসমাবেশ করবেন ।