বরগুনায় দুর্নীতি রুখতে শপথ নিল সহস্র শিক্ষার্থী

মার্চ ১০, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি , বরগুনা

মুষ্টিবদ্ধ ডান হাত সামনে, দৃপ্ত কন্ঠে উচ্চারিত ‘দূর্নীতি করবনা, রুখে দেব দূর্নীতিকে’। বরগুনায় মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এভাবেই দর্নীতির বিরুদ্ধে শপথ নিল গতকাল শুক্রবার। দুর্নীতি দমন কমিশনের উদ্যেগে আজ শুক্রবার বেলা ১১ দিকে বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্নীতির বিরুদ্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে এই শপথ অনুষ্ঠিত হয় ।

এর আগে শহরের মূল সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুদকের উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সততা সংঘের সহযোগিতায় মানববন্ধনে ১৩টি বিদ্যালয়ের দেড় হাজারেরও বেশি শিক্ষার্র্থী অংশ নেয়। মানববন্ধন শেষে সরকারি বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জমান উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।